নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার ১৬ মে বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহকারী ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহ সভাপতি শেখ সাইফুল বারী সফু, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, কোষাধ্যক্ষ সামছুল হুদা কবির খোকন, সদস্য শেখ আনোয়ার হোসেন, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ইউপি সদস্য আফছার আলী, দেবপ্রসাদ ঘোষ, শফিকুল ইসলাম, দক্ষিণশ্রীপুর ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী প্রমূখ।
আগামী ২০ মে থেকে উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ ১৭ গোল্ড কার্প ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। শুক্রবার প্রথম দিনের উদ্বোধনী খেলা সকাল ১০টায় তারালী ইউপি বনাম রতনপুর ইউপি বেলা ১১টায় বিষ্ণুপুর ইউপি বনাম দক্ষিণশ্রীপুর ইউপি, বেলা ১২টায় চাম্পাফুল ইউপি বনাম ধলবাড়িয়া। বেলা ২টায় ভাড়াশিমলা বনাম নলতা, বেলা ৩টায় কৃষ্ণনগর বনাম কুশুলিয়া, বেলা ৪টায় মৌতলা বনাম মথূরেশপুর অনুষ্ঠিত হবে। সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
Leave a Reply