নিজস্ব প্রতিনিধি : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সংগঠিত হয়েছিল গণহত্যার এক কালো অধ্যায়। সেদিনে নৃশংসতম মানবহত্যার দিনটিকে স্মরণ করে কালিগঞ্জে পালিত হয়েছে গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালিগঞ্জ ডাকবাংলা মোড়ে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্বালন করে উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ উজ্জল সহ উপজেলার আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়াও উপজেলা পিরোজপুরে বধ্যভূমিতে স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বালন, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭টায় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি,কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালির ইতিহাসে এই দিবাগত রাত চিহ্নিত হয়ে আছে বর্বর গণহত্যার স্মারক ‘কালরাত’ হিসেবে। ১৯৭১ সালের এই রাতে নিরপরাধ নিরস্ত ঘুমন্ত বাঙালির ওপর ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল পৈশাচিক হত্যার উল্লাসে। পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছিল বাংলাদেশে। এই গণহত্যা আজও বিশ্ববিবেকের কাছে মানবতার লঙ্ঘন ও বর্বরতার এক ঘৃণ্যতম দৃষ্টান্ত হয়ে আছে।
Leave a Reply