কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলা পাইলট স্কুল মাঠে ইফতার মাহফিল হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট সঞ্চালনায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আ,ফ,ম, রুহুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ,কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, অতিরিক্ত সার্কেল আমিনুর রহমান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা। কালিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাবী (সফু)। আন্তর্জাতিক ফিফা রেফারি ও রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু।
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ কাওছার তুহিন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা সাংবাদিক সমিতির শেখ আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান বৃন্দ, ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত করেন কালিগঞ্জ থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আশরাফুল ইসলাম আজিজী এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন।
Leave a Reply