কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা,চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ শে জুন) সকাল ১০ টায় উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সভাপতিত্বে, উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রোকনুজ্জামান বাপ্পি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুত্তিযোদ্ধা আব্দুল হাকিম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান।উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট), রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি (টোকন), কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল। কালিগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর।
খানজিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিরাজ, উকসা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডর সোলায়মান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ। সভায় ভারত থেকে অবৈধ পথে আসা গলাদ চিংড়ির রেন্যু পোনা ও এলাকায় চুরি প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply