শিমুল হোসেন/ আব্দুল কাদের: কালিগঞ্জ উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ ফেব্রুয়ারী) সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম! উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, জাতীয় পার্টি কালিগঞ্জ উপজেলা সভাপতি মাহবুবুর রহমান, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবু হাসান, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য অধ্যাপক আজিজুর রহমান,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুল হাকিম, “ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-নির্বাহী সম্পাদক গাজী শওকত হোসেন”, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন। ২নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগজী , কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক খান আবুল বাশার।
কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উকসা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আরকুল ইসলাম। খড়মি ক্যাম্পের নায়েব সুবেদার সুজাউল ইসলাম, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার বিওপি হাবিলদার মোহাম্মদ আনিসুর রহমান, বিওপি হাবিলদার মোঃ হাবিবুর রহমান, প্রমূখ। সভায় কালীগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে বিস্তারিত আলোচনা সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে,উপজেলা কৃষিঋণ কমিটি, এনজিও, চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদ সভা।
পরে বেলা একটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে সভায় ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন সভাটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
Leave a Reply