কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলার পানিয়া গ্রামে কবি আব্দুর রব এর বাড়িতে ১৩ মার্চ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কবিদের সমাবেশ, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ মহাবিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক প্রবন্ধীক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদির সহধর্মিনী লাভলী মেহেদি, সাতক্ষীরা কবিতা পরিষদের সভাপতি কবি মন্ময় মনির, মৌতলা ইউনিয়ন আও লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, মৌতলা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মাহফুজা খানম, অ্যাডভোকেট জাফর উল্লাহ ইব্রাহিম,শ্যামনগর তটিনী সাহিত্য সংসদের সভাপতি কবি চারুচন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মাহবুব বুলবুল, কবি আবু কাওসার, খরকুটো সম্পাদক আলী সোহরাব , স্বরচিত কবিতা পাঠ করেন কবি বাবর আলী সরদার, কবি শামসুর রহমান, কবি দীপক কুমার, কবি মেহেরুন্নেসা মিম, কবি জি এম পারভেজ, কভি জি এম আব্দুর রব, কবি শামসুর রহমান, সাংবাদিক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ, গৌর পদ, নয়ন দাস,প্রমুখ। বন্ধু, কবি ,সাহিত্যিক, শিল্পী ও আমন্ত্রিত অতিথিদের দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করেন কবে আব্দুর রব।
Leave a Reply