আলমগীর হুসাইন বৈকারী থেকে: “কুয়াশার চাদরে মুড়ে এসছে শীত, তখনি বাজে আমাদের হৃদয়ে বেদনার গীত। শীতের ্এমনি এক উদাসী ক্ষনে আজ হঠাৎ বিদায়ের ঘন্টা—-।” এমনি সব স্মৃতি মধুর কথা আর বক্তব্য কে সামনে নিয়ে অনুষ্ঠিত হল সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা আমিনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ও কুশখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মুহাঃ আব্দুল গফ্ফারের বিদায়ী সংবর্ধনা। গতকাল বেলা ১০ টার সময় অত্র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দীন এর পরিচালনায় ও অত্র মাদরাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪২ বছরের চাকরী জীবন থেকে অবসরে যাওয়া এই মহান শিক্ষাগুরুর কর্মময় জীবনের বিভিন্ন রুপরেখা তুলে ধরে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মিয়ারাজ হুসাইন, খলিলনগর মহিলা মাদরাসার সুপার মাওলনা অহিদুজ্জামান, বাশদহা মাদরাসার সুপার মাওলানা মঈনুদ্দীন, ঘোনা মাদরাসার মুদাররিস মাওলানা আব্দুল গফুর, গয়েশপুর মাদরাসার সহ সুপার মাওলানা আব্দুল আজিজ, আগরদাড়ী কামিল মাদরাসার মুদাররিস মাওলানা আজিজুর, মিরগীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সেনাবাহিনী কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, সজিব হোসেন, অত্র মাদরাসার দাতা সদস্য মোঃ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য আলহাজ্ব অহিদুজ্জামান, মেম্বর মফিজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, সিরাজুল ইসলাম সহ অত্র মাদরাসার প্রাক্তন এবং বর্তমান ছাত্র, ছাত্রী, অভিভাবক, গ্রামবাসী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় অধ্যক্ষ মহোদয় কে বিদায় জানাতে তার রেখে যাওয়া বিভিন্ন স্মৃতিমাখা কথা কাজকে উল্লেখ কওে অনেকেই অবেগাøুত হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল মজিদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদরাসার বাংলা প্রভাষক মোঃ বুলবুল আহম্মেদ।
Leave a Reply