1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ফকির কন্যা আসমা আক্তার মিতা হয়েছেন ম্যাজিষ্ট্রেট - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সদরের সাব রেজিষ্ট্রার অফিসের ঘুসের টাকা গ্রহনকারী মহসিনের ক্ষমতার উৎসাহ কোথায়? (১ম পর্ব)📰স্বামী-সন্তানকে ফেলে পরকীয়ায় রেহেনা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ📰পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক📰পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান📰শ্যামনগরের ৭০টি পূজা মন্দিরে বিএনপির উপহার হস্তান্তর📰সাগরে লঘুচাপ, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত📰সাতক্ষীরায় “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”এর জেলা কমিটি অনুমোদন📰পিআরসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু📰বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে- সাবেক ছাত্রনেতা রফিক

কলারোয়ায় ফকির কন্যা আসমা আক্তার মিতা হয়েছেন ম্যাজিষ্ট্রেট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া আধ্যাত্মিক সাধক পরিবারের কন্যা আসমা আক্তার মিতা এখন বিসিএস (প্রসাশন) সুপারিশ প্রাপ্ত হয়েছে। মোছাঃ আসমা আক্তার মিতা সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কিসতম ইলিশপুর গ্রামের প্রায়াত আধ্যাত্মিক সাধক শাহ সুফি মারফতি ফকির ফজলুল হক এর পুতনি প্রতিষ্ঠিত আওয়ামী লীগ ও শহীদ পরিবারের সদস্য, আধ্যাত্মিক সাধক দরবেশ মুহাঃ মোতাহার হোসেন মন্ডল ও মোছাঃ ঝর্না খাতুন এর দ্বিতীয়কন্যা। তিনি ৪০ তম বিসিএস এ প্রশাসন বিভাগ মেধা ক্রমে ৬০ উর্ত্তীন্ন হয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
মোছাঃ আসমা আক্তার মিতা স্থানীয় ২৩ নং ইলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েলেখাপড়া শেষ করে, কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে জিপিএ-৫, পেয়ে এস এস সি পাশ করেন। ২০১২ সালে উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) কলারোয়া কাজীর হাট কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত হন।এর পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে জিপিএ-৩.৫৯ এ অনার্স এবং একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ- ৩.৬০ মাস্টার্স পাশ করেন। তিনি এবছর ৪০ তম বিসিএস প্রশাসন বিভাগে মেধাক্রম ৬০ এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
মোছাঃ আসমা আক্তার মিতা সাধক পরিবারের সন্তান। পারিবারিক অসচ্ছলতা কে হার মানিয়ে এই সাফল্য অর্জন করেছেন তিনি । যেহেতু মারফতি সাধক অর্থ উপার্জনের পেছনে না ছুটে , ধর্ম প্রচারের কাজে সারাটা জীবন অতিবাহিত করে চলেছেন, যার জন্যই পারিবারিক অর্থনৈনিক অসচ্ছলতা ছিল। অর্থ অভাবে টিউশনি পড়তে না পারলেও তার চাচা গোলাম হোসেন মাস্টার এর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। তার অদম্য ইচ্ছা পূরণ হয়েছে। তাঁর জীবনে চাওয়া ছিল মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির স্বার্থে মানবতার কল্যানে নিবেদিত হয়ে কাজ করারর। তাই তো আল্লাহর রহমতে স্বপ্ন পূরণ হয়েছে তার। একান্ত সাক্ষাৎকারে আসমা আক্তার মিতার জীবনের গল্পের সময় বেরিয়েছে তার অনুভূতি ও ইচ্ছা গুলো, তার প্রিয় রং কালো, প্রিয় খাবার গরুর মাংস, অবসর সময়ে বিভিন্ন ধরনের বই পড়তে ভালোবাসেন তিনি। তার এই সফলতার পিছনে পিতা মাতা চাচা,শিক্ষক, প্রতিবেশী,আতœীয় রা অসাধারণ ভূমিকা পালন করছেন। কিন্তু সবচেয়ে অবদান রেখেছেন তার মরহুমা নানী জয়নুল বিবি।
এই পরিবারটি সাধক পরিবার । কিন্তুু বংশানুক্রমে আওয়ামীলীগ পরিবার। আসমা আক্তার এর বড় চাচা মরহুম আলহাজ্ব মোঃ খাইবার হোসেন মাষ্টার কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন। এছাড়া তার চাচাতো ভাই শহীদ তোফায়েল হোসেন তুহিন ২০০২ সালে২৬ শে জানুয়ারি বিএনপির বোমা হামলায় শহীদ হন।
মোছাঃ আসমা আক্তার মিতার সফলতা খবর এলাকায় আনন্দের বন্যা বয়ে চলেছে ইতিমধ্যে স্থানীয় ইউ এন ও, ওসি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শুভেচ্ছা বিনিময় করেন।
আসমা আক্তার মিতার এর প্রতিবেশী রুমা খাতুন সহ একাধিক ব্যক্তি জানান আসমা আক্তার তাদের চোখের সামনে বড় হয়েছে। ছোটবেলা থেকেই আসমা খুব মেধাবী ছিল, আসমার এমন সফলতায় এলাকায় মানুষ গর্বিত। আসমা আক্তার এর ১০৫ বছর বয়সী দাদী পরিষ্কার করে কথা বলতে না পারলেও তিনি ফিসফিস করে বলেন মিতা খুব ভালো করেছে সকলে দোয়া করবেন।
আসমা আক্তার এর চাচা সাধক মোঃ জাকির হোসেন জানান, তাদের মেয়ে এলাকার সুনাম অর্জন করেছে। তারা সাধক পরিবার তাদের অর্থের প্রতি কোন মোহ নেই তাই মহান আল্লাহর রহমতে তাদের মেয়ে আজ ম্যাজিস্ট্র্রেট হয়েছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
মোছাঃ আসমা আক্তার পিতা সুফি বাদ তরিকার সাধক দরবেশ মুহাঃ মোতাহার হোসেন ও মাতা জানান, কষ্ট করে মেয়েকে লেখাপড়া করিয়ে আজ আল্লাহর রহমত ও সকলের দোয়ায় এই সফলতা পেয়েছি। এবং তাদের মেয়ে যেন আরো বড়ো হয়ে এলাকায় মুখ উজ্জ্বল করতে পারে দেশের ও জনগনের কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোছাঃ আসমা আক্তার মিতা জানান, তিনি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই সফলতা অর্জন করেছেন। তিনি যেন কর্ম জীবনে নিজেকে সততার সাথে উৎসর্গ করে দেশের জন্য ও জনগনের কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের মেধাবী ছাত্রী আসমা আক্তার ৪০ তম বিসিএস এডমিন ক্যডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তার প্রতি রইল উপজেলা প্রসাশনের পক্ষথেকে শুভ কামনা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd