নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আয়োজনে এমপি আশুকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো: শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো: মিজানুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আজমল উদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা।
Leave a Reply