আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার চাপড়ায় মরিচ্চাপ নদীর উপরের বেউলি ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল পুনরায় নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘদিনের নষ্ট ও কোন রকমে চালু রাখা ব্রীজে ভারী যান বাহন চলাচলের ফলে মাঝে মধ্যে ব্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গত শুক্রবার ভারী যানবাহন চলাচলের ফলে ব্রীজের ২টি পাত ভেঙ্গে গেলে ব্রীজটি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগের শ্রকিরা দ্রæত ভেঙ্গে পড়া পাত মেরামত করে রাতেই ব্রীজটি ছেড়ে দেওয়া হয়। ব্রীজের ভঙ্গুর অবস্থার কারণে ব্রীজে মালবোঝাই ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও মাঝে মধ্যে সে নিষেধ অমান্যের ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতের বেলায় অনিয়মটা ঘটানো হয়ে থাকে। গত বছরের শেষের দিকে ইট বোঝাই ট্রাক পাত ভেঙ্গে নীচে নদীর চর ভরাটি মাটিতে গিয়ে পড়েছিল। এছাড়া বহুবার পাত দেবে ও ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটেছে। বারবার সংস্কার বা মেরামতের মাধ্যমে জনস্বার্থে কোন রকমে মেরমাত কাজ করে চালু রাখা হয়ে থাকে। কিন্তু না ভারী ও আধা ভারী যানবাহনের চাপ সইতে হয়ে থাকে বীজটিকে। ফলে ব্রীজটি যেমনি ঝুকিপূর্ণ ও তেমনি প্রয়োজনের খাতিরে মানুষকে ব্রীজ ব্যবহার করতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান ব্রীজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নোটিশ জারী করেছেন। নোটিশে বলা হয়েছে, উপজেলার যোগাযোগ ব্যবস্থার জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ চাপড়া (মরিচ্চাপ) বেইলি ব্রিজটি অত্যন্ত নাজুক অবস্থায় উপনীত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে ব্রিজটি বর্তমান সক্ষমতায় কোন ভারী যানবাহন চলাচলের জন্য উপযুক্ত নয়। এছাড়া ব্রিজের স্পেয়ার পার্টস আর পাওয়া যায়না। ফলে ব্রিজটি কোনভাবে বড় ধরণের ক্ষতির মুখে পড়লে মেরামত কার্যক্রম অত্যন্ত দুরুহ ও সময় সাপেক্ষ হবে। এমতাবস্থায়, যে কোন ভারী যানবাহনকে ব্রিজটি ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
Leave a Reply