বাবুল হোসেন: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গত ৫ জানুয়ারী রোজ বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে সাধারন ভোটরারা শান্তিপূর্নভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ নির্বাচনে ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে আলো রাণী সরকার বই প্রতীক নিয়ে ১৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪,৫,৬ নং ওয়ার্ডে গীতা রায় কলম প্রতীক নিয়ে ১৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭,৮,৯ নং ওয়ার্ডে তাপসী রাণী অধিকারী কলম প্রতীক নিয়ে নিয়ে ২৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে, সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে ইয়াকুব আলী বেগ বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ২নং ওয়ার্ডে বিপ্লব রায় ফুটবল প্রতীক নিয়ে ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩নং ওয়ার্ডে আব্দুল হান্নান সরদার বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৩৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪নং ওয়ার্ডে গোলক দাশ ফুটবল প্রতীক নিয়ে ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৫নং ওয়ার্ডে উত্তম সরকার ঘূড়ি প্রতীক নিয়ে ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৬নং ওয়ার্ডে গোপাল চন্দ্র সানা মোরগ প্রতীক নিয়ে ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর মোড়ল মোরগ প্রতীক নিয়ে ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৮নং ওয়ার্ডে উজ্জল মিত্র তালা প্রতীক নিয়ে ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৯নং ওয়ার্ডে রমজান আলী মোড়ল মোরগ প্রতীক নিয়ে ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, কাদাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দিপংকর কুমার সরকার ৩৯৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
Leave a Reply