আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলায় স্টেপ প্রজেক্টের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আয়োজনে অ্যাকশন এগেনস্ট হাঙ্গার (এসিএফ) এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশের ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চল সমূহের পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান প্রক্রিয়া গতিশীল করন প্রকল্প (স্টেপ প্রজেক্ট) এর উপজেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খাঁন। প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্টেপ প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মনিটরিং অফিসার সৈয়দ তানভীর হোসেন, উত্তরণ কর্মকর্তা রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী, সাংবাদিক, সুশীল সমাজ, সিপিপি, পানি কমিটি, ভূমি কমিটি ও এনজিও প্রতিনিধিরা। আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়ন ও শ্রীউলা ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে সভায় অবহিত করা হয়।
Leave a Reply