1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে জেলা আ’লীগর সাবেক সভাপতি মুনসুর আহমদর প্রথম মত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলাচনা সভা ও দায়ানুষ্ঠান - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

আশাশুনিতে জেলা আ’লীগর সাবেক সভাপতি মুনসুর আহমদর প্রথম মত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলাচনা সভা ও দায়ানুষ্ঠান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগর সাবেক সভাপতি, সাবক সংসদ সদস্য ও সাবক জলা পরিষদ প্রশাসক প্রবীন রাজনীতিবিদ মুনসুর আহমদ এর প্রথম মত্যুবার্ষিকী উপলক্ষ্য আশাশুনিত আলাচনা সভা ও দায়ানুষ্ঠান করা হয়ছ। মঙ্গলবার বিকাল আশাশুনি সদর আশাশুনি উপজলা শ্রমিকলীগর সম্মলন প্রস্ত কমিটির আহবায়ক ও আশাশুনি সদর ইউপির নবনির্বাচিত চয়ারম্যান এস,এম হাসনুজ্জামান হাসনর সভাপতিত্ব ও উপজলা স্বছাসবকলীগর সভাপতি এস,এম সাহব আলীর পরিচালনায় এ আলাচনা সভা ও দায়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তাগণ মুনসুর আহমদর বর্ণাঢ্য রাজনতিক কর্ম জীবন নিয় বিশষ আলাচনা রাখন। এসময় উপস্তি ছিলন আশাশুনি সদর ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি আব্দুল্লাহল বাকী বাচু, আশাশুনি সরকারি কলজর সাবক অধ্যক্ষ রুহুল আমিন, আশাশুনি উপজলা আওয়ামীলীগর সাবক যুগ্ম-সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, উপজলা আওয়ামীলীগর উপ-প্রচার সম্পাদক বদিউজ্জামান মটু, মুক্তিযাদ্ধা স্ন্তান কমান্ডর সভাপতি সাবক চয়ারম্যান স,ম সলিম রজা, কষকলীগর সম্মলন প্রস্ত কমিটির আহবায়ক এন.এম.বি রাশদ সরায়ার শলী, আশাশুনি উপজলা যুবলীগর সাধারণ সম্পাদক জলা পরিষদ সদস্য মহিতুর রহমান, উপজলা আওয়ামীলীগ নতা নাসির উদ্দীন সরদার, উপজলা স্বছাসবকলীগর সাধারণ বিকাশ মন্ডল, উপজলা কষকলীগর সম্মলন প্রস্ত কমিটি সদস্য সচিব মতিলাল সরকার, ১নং ওয়ার্ড আ’লীগর সাধারণ সম্পাদক ও প্রাক্তন মম্বর নিরঞ্জন মন্ডল, ৩নং ওয়ার্ড আ’লীগ নতা হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড আ’লীগর সভাপতি কামরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আ’লীগর সভাপতি শাহীন রজা, তরুনলীগ সভাপতি মাতাহার হাসন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নবনির্বাচিত মহিলা মম্বর মারুফা খাতুন, ৭নং ওয়ার্ডর মম্বর মহানদ মন্ডল, যুবলীগ নতা আল মামুন, সরদার আমিরুল, গাউসুল আযম, সমরশ চক্রবর্তী, স্বছাসবকলীগ নতা রফিকুল ইসলাম, অবিনাশ কুমার মন্ডল, গাপাল চদ্র মন্ডল, সত্যজিত মন্ডল, হানিফ মাড়ল, ছাত্রলীগ নতা আলীম হাসন, মিজানুর ইসলাম, আশরাফুজ্জামান তাজ, রাসল হাসন, আরিফুজ্জামান সবুজ, শাহজালাল হিমল, রফিকুল ইসলাম, জাহিদ হাসান, আল আমিন হাসন, মিঠুন হাসন, তানভীর হাসন, সিজান, জুলিয়ান প্রমুখ।
উল্লখ্য, গত বছর ১ ফব্রুয়ারী সন্ধ্যা পন ৭টার দিক রাজধানীর ঢাকার স্পশালাইজড হাসপাতাল তিনি শষ নিঃশ্বাস ত্যাগ করন। মত্যুকাল তার বয়স হয়ছিল ৭৩ বছর। তিনি কাভিড-১৯ করানাক্র হয়ছিলন। মুনসুর আহমদ ১৯৪৮ সাল সাতক্ষীরার দবহাটা উপজলার পারুলিয়ায় জন্মগ্রহণ করন। তার পিতার নাম হামিজ উদ্দীন এবং মাতার নাম দলজান বিবি। সাতক্ষীরা পিএন হাইস্ুল থক তিনি এসএসসি পাশ করন এবং খুলনা কমার্স কলজ থক তিনি স্াতক পাশ করন। ছাত্র জীবন থকই তিনি বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমানর আদর্শর সনিক হিসব বিভিন আদালন সংগ্রাম যুক্ত ছিলন। বর্ণাঢ্য রাজনতিক জীবন সাতক্ষীরার গণমানুষর অধিকার ও উনয়ন তার অবদান অপরিসীম। কষক শ্রমিক ছাত্র আদালন তার নতত্ব বারবার কঁপছ রাজপথ। তিনি ছিলন সাতক্ষীরার রাজনতিক অঙ্গনর অভিভাবক। তিনি দীর্ঘদিন পারুলিয়া ইউপির চয়ারম্যান ছিলন। এরপর তৎকালীন সাতক্ষীরা-০৪ (দবহাটা-কালিগঞ্জ) আসনর সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি সাতক্ষীরা জলা পরিষদ প্রশাসক হিসবও দায়িত্ব পালন করন। তিনি সাতক্ষীরার স্ুল, কলজ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, স্বাস্যকদ্র, ক্লাবসহ বিভিন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সংস্ার ব্যাপক ভূমিকা রখছন। ব্যবসা-বাণিজ্যর প্রসার তিনি ভূমিকা রথছন। জীবনটা কাটিয়ছন তিনি জনসবায়। মত্যুর পূর্বমুহূর্ত পর্যÍ তিনি সাতক্ষীরা জলা আওয়ামী লীগর সভাপতি ছিলন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd