স্টাফ রিপোর্টার: এমপ্লয়ি এসোসিয়েশনের উদ্যোগে আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো. মাহবুবুল হক ডাবলুকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। এমপ্লয়ি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো মহাসীন আলীর সভাপতিত্বে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন , প্রভাষক মোখলেছুর রহমান, এমপ্লয়ি এসোসিয়েশনের সহ-সভাপতি বেউলা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, আগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আশাশুনি সরকারি কলেজের সহকারী অধ্যাপক সজল কুমার আঢ্য, প্রভাষক মো আব্দুল মজিদ, প্রধান শিক্ষক রবিন কুমার মন্ডল,
প্রধান শিক্ষক সিফাতুল্লা, নিতাই কর্মকার, সিনিয়র সহকারী শিক্ষক হাসান ইকবাল মামুন, মাস্টার মো হাবিবুর রহমান, মো আব্দুর রহিম, সিনিয়র সহকারী শিক্ষক হিমাংশু কুমার প্রমুখ।
শেষে এমপ্লয়ি এসোশিয়াশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সহকারী অধ্যাপক মফিজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা ও কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো আব্দুল মান্নানের সুস্থাতা কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply