আরাফাত হোসেন লিটন: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নে নৌকার মনোনয় দেওয়া নিয়ে কু-রুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় কুলিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আছাদুল হকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় কুলিয়া নতুন বাজার সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে স্বস্তরের জনসাধারন।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস,এম মজনুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, নাজমুল হুদা সহ আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শতশত মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নৌকার প্রার্থী আসাদুল ইসলাম বলেন, দেবহাটার ৫টি ইউনিয়নে কোন অযোগ্য ব্যক্তিকে জননেত্রী শেখ হাসিনা নৌকা তুলে দেননি। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার শরীরে আওয়ামী লীগের রক্ত। আমি যোগ্য বলেই জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। সাবেক চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগকে নিয়ে যে মিথ্যাচার করেছেন তাই মেনে নেওয়ার নয়। তিনি আরো বলেন, চলতি বছরে প্রায়ত জেলা আওয়ামী লীগের সভাপতির সুস্থতা কামনায় ১৩ জানুয়ারী ইউনিয়ন পরিষদ হল রুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু তিনি সেটি জামায়াত-শিবিরের অনুষ্ঠান বলে প্রচার দিয়েছেন। তিনি আওয়ামী লীগকে এতই ভালোবাসলে নৌকার বিরুদ্ধে আনারস প্রতিকে ভোট চেয়ে সমাবেশ করতেন না। তার পরিবারের অনেক সদস্য বিএনপির রাজনীতি করে। তিনি দীর্ঘদিন এই ইউনিয়নের ক্ষমতায় ছিলেন। তিনি আজ বয়সের ভারে ভারাক্রান্ত। তিনি কি চান না নবীনরা দায়িত্বে আসুক। আমি তাকে সহ তার সমার্থকদের বলতে চাই আপনারা দয়া করে নৌকা প্রতিকের বিরুদ্ধে কোন প্রকার বিভ্রান্ত ছড়াবেন না। এমনকি নৌকা প্রতিকের নির্বাচনী কাজে বাধা দেবেন না। অন্যায় ভাবে যদি আমার ইউনিয়নের কোন মানুষের উপর নির্যাতন করা হয় সেটির জবাব দেওয়া হবে। আমি বিশ্বাস করি আগামী ২৮ নভেম্বর ইউনিয়নের মানুষ নৌকা প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন। আসুন ভেদাভেদ ভুলে নৌকা প্রতিকের পক্ষে কাজ করি শেখ হাসিনার হাতকে শক্তিশালি করি।
Leave a Reply