কালিগঞ্জ ব্যুরো চীফ: সকল জল্পনা-কল্পনার অবসান অবশেষে শপথ গ্রহণ করলেন কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে সহ সাতক্ষীরা জেলার মোট ৬ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
২০২১ সালের ২৮ শে নভেম্বর। এ নির্বাচনে উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সাফিয়া পারভীন।নির্বাচন কালীন সংশ্লীষ্ট প্রিজাইডিং কর্মকর্তা,রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা তাকে নির্বাচিত ঘোষনা করেন।
অবাধ,সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনকে বিতর্কিত করতে পুর্ব পরিকল্পিত ভাবে পরাজিত প্রার্থী জি এম রবিউল্যাহ বাহার ভোটাের অনিয়মের অভিযোগ এনে আদালতে রীট করেন। এ কারনেই সাময়িক ঝুলে যায় জনপ্রিয় নেত্রী সাফিয়া পারভীনের শপথ।
অবশেষে কৃষ্ণনগর ইউপি’র পরিষদ সহ হাজার হাজার জনগনের চাওয়া পুর্ণতায় রূপ নিয়েছে।
Leave a Reply