স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার বুধহাটায় চাচা আজহারুল ইসলাম(৩২) কর্তৃক ভাইজি নাবালিকা বুধহাটা ভূবন মোহন কলেজিয়েট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীর ধর্ষনের চেষ্টার অভিযোগ নিউজ দৈনিক কালের চিত্রে প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করছে আজহারুল ইসলাম ও তার পরিবার। বিভিন্ন মহলকে মোটা অংকের টাকা দিয়ে ধরাকে সরা জ্ঞান করছে। সাতক্ষীরার বুধহাটা অঞ্চলের হাবাসপুর গ্রামের রাইসমিল সংলগ্ন সরদার পাড়ায় এ ঘটনা ঘটে।সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানা যায়, আশাশুনি উপজেলার বুধহাটা অঞ্চলের হাবাসপুর গ্রামের জামাল উদ্দীন সরদারের ছেলে লম্পট আজহারুল (৩২) (জামায়াত ক্যাডার) তার নিজের ভাইজি ৭ম শ্রেণি পড়ুয়া নিজ ভাইজিকে গভীর রাতে তার শয়ন কক্ষে ঢুকে ধর্ষণ করার চেষ্টা চালায়। ভুক্তভোগী নাবালিকা ছাত্রী বলেন,আমি রাতে অংক লেখা শেষ করে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আমার শরীরে অসাভাবিক স্পর্শ পেয়ে আমি জেগে যায়, উঠেই দেখি আমার পাশে কে যেন বসে আছে। আমি ভয়ে খাট থেকে চেঁচামেচি করে মেঝেতে লাফিয়ে পড়ি। ঘরের আলো দিয়ে দেখি আমার চাচা আজহারুল। তখন ভয়ে আমি চিৎকার করতে থাকলে আমার দাদি সহ আশপাশের লোকজন আসার আগেই জানালা দিয়ে চাচা আজহারুল পালিয়ে যায়। লোকজন এসে চাচার পায়ে দেওয়া জুতা দেখে নিশ্চিত হয়। এই প্রতিবেদকে আর কিছু বলতে না চেয়ে কাঁদ কাঁদ অবস্থায় থাকে মেয়েটি। তার পাশে থাকা তার ভাই অভিমান করে বলেন, আজহারুলের অনেক টাকা সবাইকে সে ম্যানেজ করেছে, আমাদের এখানের সবাই তো ম্যানেজ হয়ে গেছে, আপনারা কি করবেন, এখানে আমাদের কেউ নেই আমার বোনকে আর এখানে রাখবো না।বাবা মায়ের সাথে চলে যাবে। মেয়েটির দাদি বলেন, আজহারুল ওর চাচা হয় আমি কখনো সন্দেহ করিনি ও আমাদের সমাজে হেয় করে দিলো।নাম না বলার শর্তে অনেকে বলেন, আজহারুল জামাতের ক্যাডার বলে পরিচিত, এখনো পর্যন্ত বিয়ে করেনি, সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েটি সদ্য সবালিকা হওয়ায় লম্পট আজারুলের কুনজর মেয়েটির উপরে ছিলো, না হলে এমন হয়। ও লালসার হাত থেকে আল্লাহ মেয়েটিকে রক্ষা করেছেন।ঐদিন গভীর রাতে লোকজন জানাজানি হলে স্থানীয় বুধহাটা তদন্ত কেন্দ্রে ফোন করে পরিবারের লোকজন। পুলিশ রাতে ওই বাড়িতে উপস্থিত হয় এবং মেয়েটার কাছে ঘটনা শুনে অভিযোগ দিতে বলে। পরে ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে ধাঁমাচাপা দেওয়ার জন্য আজহারুলের পরিবার মীমাংসার জন্য মেয়েটির পরিবারের সাথে একসাথে বসে।
মীমাংসা স্থলে মেয়েটির মা বাবা ও মেয়েটির পা ধরে মাপ চেয়ে মীমাংসা করে নেওয়া হয় বলে জানা যায়। এছাড়া মেয়ের পিতার কাছ থেকে অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে তারা। ২৪ ও ২৬ শে মার্চ নিউজ হওয়ার পর প্রতিবেদককে বিভিন্ন ফোন নাম্বার থেকে ফোন করে হুমকি ধামকি,অকথ্য ভাষায় গালি দেয় কয়েক জন। এছাড়া এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটানোর পরেও আজারুল প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন প্রশ্ন স্থানীয়দের ভাবিয়ে তুলছে।
Leave a Reply