স্টাফ রিপোর্টার: তালা উপজেলার জালালপুর ইউনিয়নে অফিস উদ্বোধন ও খেশরা ইউনিয়নে অফিস উদ্বোধন এবং প্রতিটি বাজারে ও ওয়ার্ডে নির্বাচনী গন সংযোগে প্রধান অতিথি হিসেবে এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ লাঙ্গল প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে ব্যাস্ত সময় পার করছেন। তিনি তরুণ প্রজন্মের ভোটার সহ সকল ভোটারদের অধিকার,সুশাসন ও উন্নয়ন প্রতিষ্ঠা সহ মানুষের হয়রানী বন্ধে তার জীবনের শেষ নির্বাচনে তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য আহব্বান জানান।
২৫শে ডিসেম্বার সোমবার দিনব্যাপি জালালপুর জেঠুয়া বাজারে অফিস উদ্বোধন,জালালপুর বাজারে অফিস উদ্বোধন এবং খেশরা ইউনিয়ন শালিখা মোড়ে অফিস উদ্বোধন,দক্ষিণ শাহাজাতপুর বাজারে গণসংযোগ, উত্তর শাহাজাতপুর বাজারে গণসংযোগ,ফারুক মার্কেট চত্বর বাজারে গণসংযোগ,হহিরনগর বাজারে গণসংযোগ, গুচ্ছগ্রাম মোড় বাজারে গণসংযোগ, জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি বাজার বাজারে গণসংযোগ,জেঠুয়া বাজার বাজারে গণসংযোগ,কৃঞ্চকাটি নতুন বাজারে গণসংযোগ,রথখোলা বাজারে গণসংযোগসহ বিভিন্ন বাজারে গনসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান,ডা: আকরাম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আমিরুল ইসলাম আলম,সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব,জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অব: সেনা কর্মকর্তা মো: হাশেম আলী,সাধারণ সম্পাদক মো: মোকবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক ডা: রনজিত চৌধুরী,খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপিসদস্য সিদ্দিকুর রহমান জোয়াদ্দার,সাধারণ সম্পাদক মো: আজিজুর রহমান,তালা উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদারসহজাতীয় পার্টির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্ এর জীবনের শেষ নির্বাচনে ভোটাদের সমর্থন দাবি করায় সাধারণ মানুষের মধ্য গণজোয়ার সৃষ্টি হয়েছে।
Leave a Reply