শ্যামনগর প্রতিনিধি: মুন্সিগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাস হালদারের বিরুদ্ধে গরু চোরের সহযোগিতার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহের ব্যবধানে মুন্সিগঞ্জ ইউনিয়নের বিল হইতে প্রকাশ্য দিবালোকে মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী শফিকুল ইসলাম সামছুর মাঝির তিনটি গরু এবং মুন্সিগঞ্জ কলেজের প্রিন্সিপাল আব্দুল হামিদের দুটি খাশি ছাগল চুরি হয়ে যায়। একের পরে এক গরু ছাগল চুরি হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এমত অবস্থায় গত ২৬ তারিখ রবিবার গ্যারেজ বাজারে কসাই রবিউল ইসলাম এর নিকট দুই ব্যক্তির গরু বিক্রয় করিতে আসিলে রবিউল ইসলাম রবি কথা বার্তায় সন্দেহ হলে তিনি ইউ পি সদস্য হরিদাস হালদারকে খবর দেয়। ইউপি সদস্য আসার আগে জনতার কাছে চোর গরু চোরের কথা স্বীকার করে।ইউ পি সদস্য হরিদাস ঘটনা স্হলে এসে চোরের আত্মীয়-স্বজনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। চোর এবং গরু সংশিষ্ট শ্যামনগর থানায় না পাঠিয়ে তিনি ছেড়ে দেন স্থানীয় জনতা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ইউপি সদস্য হরিদাস হালদার যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিলে স্থানীয় জনতার রোষানলে পড়েন ইউপি সদস্য।তখন ইউপি সদস্যকে স্থানীয় লোকজন উদ্ধার করে। থানা পুলিশ এ এস আই রেজাউল করিম ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি সদুত্তর দিতে পারেন নাই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave a Reply