নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রাণিসম্পদ অফিসে সিআইজি সমিতির সদস্যদের মধ্যে ম্যাচিং গ্রান্টের মালামাল ও ৩লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩জানুয়ারী) সকালে কলারোয়া প্রাণিসম্পদ অফিসে ওই মালামাল ও চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসেরভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা খান মো: আবরারুর রহমান, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসূন দাস, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, উপজেলা কৃত্রিম প্রজনন কর্তকর্তা আতাউর রহমানসহ উপজেলার মানিকনগর, কুশোডাঙ্গা ও শাকদহ সিআইজির ৬৩জন সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৬০টি চপার মেশিন ও ৩টি ক্রশার মেশিন বিতরণ করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম জানান-ন্যাশনাল এগ্রিকালচার কেটনোলজি প্রোগ্রাম-ফেজ।প্রজেক্ট (এনএটিপি-২) প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (পিআইইউ): প্রাণিসম্পদ অংগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এর আওতায় ম্যাচিং গ্রান্টের মালামাল ও চেক বিতরণ করা হয়।
Leave a Reply