আশাশুনি প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনি উপজেলা ছাত্রলীগ ৭৫ পাউন্ড কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১ টায় আশাশুনি বাজার চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। আশাশুনি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলি, কৃষকলীগ সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিকলীগ আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান, যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, মনিরুজ্জামান বিপুল, যুবলীগ সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, ছাত্রলীগ নেতা ফারুজ্জামান, ইমরান হোসেন, রাসেল, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, আশরাফুজ্জামান শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৫ পাউন্ড ওজনের বিরাট কেক কাটা ও সকলের মাঝে বিতরণ করা হয়। সবশেষে একটি বর্ণাঢ্য র্যালী বাজার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ এলাকা ঘুরে পুনরায় বাজার চত্বরে গিয়ে শেষ হয়।
Leave a Reply