শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগরে কীটনাশক ও রাসায়নিক সার মুক্ত নিরাপদ খাদ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ (বুধবার) সকাল ১১ টায় শ্যামনগর মর্ডান স্কুল মাঠে ভলান্টিয়ার সার্ভিস ওভারসিজ (ঠঝঙ)সার্বিক সহযোগিতায় নকশীকাঁথা নামীয় একটি নারী বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনে মেলাটিতে ১১টি যুব কৃষি ক্লাব অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। খাদ্যতালিকায় সবজির গুরুত্ব দিন দিন বাড়ছে। মেধা ও বুদ্ধিবৃত্তির অধিকতর বিকাশসহ শারীরিক সক্ষমতা অর্জনের জন্য মানবদেহের অতীব প্রয়োজনীয় দু’টি খাদ্য উপাদান বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিনের সবচেয়ে সহজলভ্য উৎস হলো বিভিন্ন প্রকারের সবজি। বাংলাদেশে অপুষ্টি একটি অন্যতম সমস্যা। এ সমস্যা সমাধানে সুষম খাবারের নিশ্চয়তা দিতে বিভিন্ন প্রকারের শাকসবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন,নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।পরিচালক তার বক্তব্যে বলেন, শ্যামনগর সদর ইউনিয়নের দেবীপুর, যাদবপুর, বেতাঙ্গী, জাওয়াখালী, পার্শ্ববর্তী ভুরুলিয়ার হাটছালা, আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আটুলিয়া, কাশিমাড়ী ইউনিয়নের দেওল, শংকরকাটি, কাচিহারানিয়া, খুটিকাটা, গোবিন্দপুর গ্রামে বিভিন্ন যুব কৃষি ক্লাব সৃষ্টি করে সেফ ফুড প্রমোশন প্রকল্পের আওতায় প্রস্তুতি অর্গানিক পদ্ধতিতে কৃষিকাজ করা হচ্ছে।মেলায় ১২টি স্টল দেয়া হয়েছে।এখানে বিভিন্ন নিরাপদ খাদ্য, ফল সবজি, বিভিন্ন প্রজাতির বীজ এবং কম্পোস্ট সারের প্রদর্শনী হচ্ছে। পরে পাঁচজন গরিব কৃষকের মাঝে পাঁচটি ভ্রাম্যমাণ নিরাপদ সবজি বিক্রয় ভ্যান বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন অঞ্চলের কৃষক কৃষাণী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply