কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী’র সভাপতিত্বে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ খন্দকার রবিউল ইসলাম পরিচালনায়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পী। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোজিৎ কুমার মন্ডল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিলা খাতুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, আলিম আল-রাজী টোকন।
আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ,গাজী শওকত হোসেন, জাহাঙ্গীর আলম,গোবিন্দ মন্ডল,মোজাম্মেল হক গাইন, ফেরদাউস মোড়ল,নাজমুল হাসান নাঈম প্রমুখ।
উক্ত সভায় কালিগঞ্জ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় পরিষদের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা ও বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সভায় উপজেলা স্ব-স্ব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply