জহর হাসান সাগর: বিনিয়োগের অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার এই স্লোগানকে সামনে রেখে। সাতক্ষীরা তালা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায়। জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র ্যালি, আলোচনা সভা, কৃতি ফুটবল খেলোয়াড় ও কৃতি শিক্ষার্থী সম্মাননা, দলিতের পক্ষ হতে তাদের সুবিধা ভোগী ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়েছে । (৩০ সেপ্টেম্বর ) শনি বার সকাল দশটার সময় তালা শিল্পকলা হলরুম এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোষ সনৎ কুমার চেয়ারম্যান তালা উপজেলা পরিষদ ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুর্শিদা পারভিন পাপড়ি, মহিলা ভাইস চেয়ারম্যান তালা উপজেলা পরিষদ,অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আফিয়া শারমিন, তালা উপজেলা নির্বাহী অফিসার। অনুষ্ঠানের শেষে চেক বিতরণ করেন। নারী উন্নয়ন সংস্থা, সুভাষিনী, তালা, ৪০,০০০ টাকা। পাটকেলঘাটা মহিলা উন্নয়ন সংস্থা, পাটকেলঘাটা তালা, ২৫,০০০ টাকা। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, সুজনসাহা, পাটকেলঘাটা, তালা ৪০,০০০ টাকা। সানরাইজ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা বালিয়াদাহা, তালা, ৪০,০০০ টাকা। কবি জসিমউদদীন নারী উন্নয়ন সংস্থা, হাতবাস, শুভাষিনী, তালা, ২৫,০০০ টাকা। উইমেন জব ক্রিয়েশন সেন্টার, জাতপুর, তালা, ২৫,০০০ টাকা। ও দলিতের পক্ষ হতে তাদের সুবিধা ভোগী ১১৪ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করেন।
Leave a Reply