আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়ায় মিনি ক্রিকেট খেলায় হিন্দোল যুব সংঘ ৩ উইকেটে জয়ী হয়েছে। শনিবার সকাল ১০ টায় চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চাপড়া হিন্দোল যুব সংঘ ও কোদন্ডা স্পোর্টিং ক্লাবের মধ্যে মিনি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। স্বতঃস্ফুর্ত ও উৎসাহ উদ্দীপনাপূর্ণ খেলায় ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ও খেলার শুভ উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ছাত্রলীগ উদ্দীপনার প্রতীক, ছাত্র জীবন থেকে নেতাকর্মীদেরকে সুসংগঠিক, আদর্শবান, নৈতিক চরিত্রের অধিকারী, ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক হিসাবে নিজেদেরকে গড়ে তোলে। দেশ ও জাতির কল্যাণে ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। তিনি খেলোয়াড়দের লেখা পড়ায় মনোযোগি হওয়ার পাশাপাশি সুস্থ রাজনীতির ছত্রছায়ায় নিজেদেরকে গড়ে তোলার মাধ্যমে নিজেদের ও দেশের কল্যাণে নিয়োগ করতে সে প্রত্যাশা করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ মাহবুবুল হক ডাবলু ,অবসর প্রাপ্ত সৈনিক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী,সাজেদুল ইসলাম। এছাড়া ছাত্রলীগ নেতা শরীফ, মোসস্তা, পলাশ, সাব্বির, ইমন,রাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply