গোবিন্দ কুমার রায় বিশেষ প্রতিনিধি: তালা উপজেলার ৮নং মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামের সাইদুল শেখ(৪৫) তালগাছ পরিস্কার করতে গিয়ে মৃত্যু বরন করেন।নিজের তালগাছ পরিস্কার শেষে গাছ থেকে নিচে নামার সময় তাহার কাছে থাকা রশি কোমরে ও গাছের সাথে বেঁধে নিচে আসার সময় সাইদুল শেখের পা সরে যায়, কোমরে থাকা রশি তাহার গলায় পেচিয়ে যায়,সাইদুল শেখ তালগাছের সাথে ঝুলতে থাকে।ঝুলে থাকা অবস্থায় মৃত্যু বরন করেন। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তাহার স্ত্রী খোজেতে যায়। স্ত্রী দেখে তাহার স্বামী তালগাছের মাথায় রশির সাথে ঝুলছে। স্ত্রীর চিৎকার শুনে এলাকা বাসি ছুটে যায়,এবং এই অবস্থা দেখে। গাছ থেকে সাইদুল শেখ নামানোর চেষ্টা চালায়,কিন্তু তালগাছের উচ্চতা ৪৫ ফিটের বেশি হওয়ায় মৃত্যু দেহ উদ্ধার করা সম্ভব না হওয়ায়, সাতক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছুটে আাসে ঘটনা স্থানে। ঘটনা স্থান পর্যবেক্ষণ করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার জনাব মোঃ শিমুল রানা। তালগাছের উচ্চতা বেশি থাকায় মৃত্যু দেহ উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ে। তবুও হারমানতে নারাজ ফায়ার ফাইটারা। স্টেশন অফিসার শিমুল রানার নেতৃত্বে উদ্ধার কাজ চলে। ফায়ার ফাইটার মোঃ আবু সাঈদ শেখ জীবনের ঝুঁকি নিয়ে তালগাছের মাথায় উঠে, মোঃ কামাল হোসেন (ড্রাইভার) সহ সকল ফায়ার সার্ভিসের ফাইটারদের সহযোগীতায় উদ্ধার করা হয় মৃত্যু সাইদুল শেখ কে। গ্রাম ডাক্তার মোঃ কবিরুল ইসলাম বলেন অনেক আগে মৃত্যু বরন করেন সাইদুল শেখ। উপস্থিত শেখ আসাদুজ্জামান রিপন সহ এলাকাবাসী বলেন এটি একটি অপমৃত্যু।
Leave a Reply