নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের পিতা ইউনুস খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। শনিবার সকাল ৯.৪৫ মিনিটে স্ট্রোক জনিত কারনে নির্বাহী অফিসারের সরকারী বাসভবন ‘ইছামতী’তে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। দুপুরে দেবহাটাতে প্রথম জানাযা নামাজ শেষে মরহুমের মরদেহ রাতে তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। সেখানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে রবিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে নির্বাহী অফিসারের পিতার মৃত্যুতে জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা এর পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। একইসাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে।
জেলা সাংবাদিক এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা এর সভাপতি মোঃ আবু বক্কার সিদ্দিক, সহ-সভাপতি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক কে এম রেজাউল ইসলাম, এম এ কাশেম, মামুন হোসেন মিলন, মাওলানা মোঃ মিজানুর রহমান, খান নাজমুল হুসাইন, মোঃ নাজমুর হোসন, শাহিনুল ইসলাম, আসানউল্লাহ বাবলু, আলী মোর্তজা, মোঃ খায়রুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক তানজিলা বেগম, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোমিন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ ফারুক হোসেন সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সহ-প্রচার সম্পাদক আলামিন রোকন, আজগার আলী, দপ্তর সম্পাদক আবু সাঈদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মোঃ আজিবর রহমান, সদস্য সচিব গাজী আক্তারুজ্জামান, সদস্য কামাল হোসেন ইয়াসিন আলী প্রমূখ, শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ।
Leave a Reply