1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৩১শে জানুয়ারী শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সদরের সাব রেজিষ্ট্রার অফিসের ঘুসের টাকা গ্রহনকারী মহসিনের ক্ষমতার উৎসাহ কোথায়? (১ম পর্ব)📰স্বামী-সন্তানকে ফেলে পরকীয়ায় রেহেনা এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ📰পাইকগাছায় ইয়াবাসহ যুবক আটক📰পাইকগাছায় বিভিন্ন পূজামন্ডপে বিএনপির সিসি ক্যামেরার প্রদান📰শ্যামনগরের ৭০টি পূজা মন্দিরে বিএনপির উপহার হস্তান্তর📰সাগরে লঘুচাপ, তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত📰সাতক্ষীরায় “বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন”এর জেলা কমিটি অনুমোদন📰পিআরসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ📰কালিগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু📰বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে- সাবেক ছাত্রনেতা রফিক

৩১শে জানুয়ারী শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসায় খতমে বুখারী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

ফরিদ উদ্দিন শ্যামনগর: আগামী ৩১শে জানুয়ারি -২৩ ইসলামের ইতিহাস ঐতিহ্য দ্বীন ইসলাম প্রচার ও প্রসারে ৭১তম বছর প্রদর্পনে ঐতিহ্যবাহী জামিয়া আজিজিয়া কাসিমুল উলুম শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারী , হাফেজদের পাকড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। আধ্যাত্বিক রাহবার কুতুবুল আলম ওস্তাদুল মোকাররম পীরেকামেল মরহুম আলহাজ্ব হযরত মাওলানা আমির হোসাইন (রঃ) বড় হুজুর প্রতিষ্ঠিত বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যখন সমগ্র ভূপৃষ্ঠ তথা পুরো বিশ্ব হতে ইসলাম ও মুসলমানদের কে চিরতরে নিশ্চিহ্ন করার বহুমুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে ইসলামের একশ্রেণীর মুখোশধারী কুচক্রী মহল, বিজাতীয় অপশক্তি, মুসলমানদের মৌলিক আকিদা ও বিশ্বাসের উপর আঘাত করে সঠিক ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে ঠিক এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে ইসলামের যথাযথ সংরক্ষণ এবং দ্বীনের সঠিক হেফাজতের সুমহান দায়িত্ব নিয়ে দক্ষিণ খুলনার পাদদেশে সুন্দরবনের কোল ঘেঁষে তৎকালীন খুলনা জেলার অন্তর্গত সাতক্ষীরা মহাকুমার অন্তর্গত বর্তমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীফলকাটি গ্রামে দ্বীনি শিক্ষা প্রাচার ,প্রসার প্রতিষ্ঠার লক্ষ্যে এই এলাকার মহামানব দক্ষিণবঙ্গের কৃতিসন্তান শিক্ষা অনুরাগী সময়ের আধ্যাত্বিক রাহবার হাজার হাজার আলেম ওলামাদের হৃদয়ের স্পন্দন কুতুবুল আলম ওস্তাদুল মোকাররম পীরে কামেল আল্লামা আলহাজ্ব হযরত মাওলানা আমির হোসাইন সাহেব রহঃ( বড় হুজুর)১৯৫৩ সালে সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম সর্ব প্রথম শ্রীফলকাটি কাওমী মাদ্রাসা টি স্থাপন করেন।ঐতিহ্যবাহী অএ মাদ্রাসা টি সেই ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ সাল পর্যন্ত দ্বীন ইসলামের খেতমতে এই মাদ্রাসাটি হাজার হাজার কোরআনে হাফেজ, ও আলেম তৈরি করতে সক্ষম হয়েছে।বর্তমানে শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা হিসেবে পরিচিত।
ইসলাম শিক্ষাই জাতির মেরুদন্ড।যুগে যুগে মানুষের কল্যাণের জন্য যে সব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম ও সর্ব্যেত্তম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কাওমী মাদ্রাসা। আগামী ৩১শে জানুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার চলতি ১৪৪৩-৪৪হিজরী ২০২২-২৩ শিক্ষাবর্ষের খতমে বুখারী, হাফেজে কুরআন শিক্ষার্থীদের মাঝে পাগড়ী প্রদান অনুষ্ঠান বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত খতমে বুখারী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুস সাদেক সাহেব।কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন দেশ বরণ্য আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা আলহাজ্ব জাকারিয়া সাহেব। অত্র মাদ্রাসার জামিয়া শাখার প্রধান সুরেলা কন্ঠের অধিকারী হযরত মাওলানা আলহাজ্ব জিয়াউর রহমান ফারুকী যুক্তিবাদী বর্তমান যুগ জিজ্ঞাসার উপর বয়ান করবেন।পবিত্র বুখারী শরীফ খতম কুরআনে হাফেজ পাকড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দেশ বরণ্য ওলামা মাশায়েখ গন উপস্থিত থাকবেন উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে তাক মিল ফিল হাদিস মাস্টার্স সমমান ১০জন শিক্ষার্থী বুখারী শরীফ খতম করে বের হবেন। এছাড়া পবিত্র কোরআনে হাফেজ হয়ে ০৩ জন ছাত্র দস্তরে পাগড়ী গ্রহন করবেন।
মাহফিল শেষ দোয়া করবেন শায়খুল হাদীস আল্লামা মুফতি আব্দুস ছাদেক সাহেব (দঃ বাঃ) মাওঃ আমির হোসেন (বড় হুজুর) মাওলানা সৈয়দুর রহমান সাহেব মাওঃ কুরবান আলী সাহেব ( মানিকপুর হুজুর) মাওঃ আব্দুল জলিল সাহেব (রাজাপুর হুজুর) বিশিষ্ট শিক্ষা অনুরাগী ডাক্তার মাস্টার আলহাজ্ব ইসরাফিল হোসেন সহ এলাকার সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দেশের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
বর্তমান সময়ে দেশ-বিদেশে সাড়া জাগানো আলেমেদ্বীন জামিয়া প্রধান শায়খূল হাদিস মুফতি জিয়াউর রহমান ফারুকী অত্র মাদ্রাসার মাহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন আল্লাহর রহমতে ঐকান্তিক প্রচেষ্টায় সকলের সার্বিক সহযোগিতায় হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসা টি জামিয়া আজিজিয়া কাসেমুল উলুম শিরিফলকাটি দাওরা হাদিস মাদ্রাসা হিসেবে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তার সাথে মুফতী আজম আব্দুস সাদেক সাহেব( দঃ বাঃ) সহ আরো ২৪জন দক্ষ শিক্ষক মন্ডালী আছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd