1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ আংশিক) আসনে যে ক’জন দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তার ভিতরে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমকে নিয়ে চলছে আলোচনা। তিনি প্রতিদিন সকাল থেকে রাত অবধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তথ্য তুলে ধরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছেন। তার সাথে একাত্মতা প্রকাশ করে বিরতিহীনভাবে পরিশ্রম করে যাচ্ছেন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের তার সমর্থকরা। তার পক্ষে সকাল থেকে রাত অবধি মানুষের দুয়ারে দুয়ারে যেয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন এসব নেতা কর্মিরা। সাতক্ষীরা-৩ আসনে তার সমর্থকদের দাবি যিনি এলাকায় সময় দিতে পারবেন, সাধারণ মানুষের সাথে মিশতে পারবেন সকল দু:খ কষ্টে পাশে থাকবেন এমন নেতাকেই মনোনয়নের জন্য জোর দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সেই হিসেবে এ বি এম মোস্তাকিম তার পরিবার-পরিজন আত্মীয়-স্বজন সন্তানদেরকে দূরে রেখে একজন আপাদমস্তক জনসেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এমন ব্যক্তিকে মনোনয়ন দিলে সাধারণ মানুষের একটা আশ্রয়ের জায়গা হবে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে বলে মনে করেন তার সমর্থকরা। তার সমর্থকরা জানান, স্বাধীনতার পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের মানুষের সবচেয়ে ক্রান্তিকাল ছিল ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস। সে সময়টা তিনি সাধারণ মানুষের পাশে থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামাতের সকল সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করে সাধারণ মানুষকে সাহস যুগিয়ে ছিলেন। তারা আরো জানান, সে সময় নিজের জীবনকে বিপন্ন করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার কারণে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান সাতক্ষীরায় এসে এখানকার বাস্তব চিত্র তুলে ধরতে যেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় একজন নেতা সকলকে ঐক্যবদ্ধ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসী প্রতিহত করে এলাকায় শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছেন, তিনি হলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজপথে থেকে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখায় এবিএম মোস্তাকিম কে সাহস যোগান এবং প্রশংসা করেন। তারা আরো জানান, তার এই সাহসী ভূমিকার জন্য এবারের নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে এক লক্ষ নতুন তরুণ ভোটার রয়েছে। জামাত-বিএনপি অধ্যুষিত দক্ষিণ অঞ্চলের সাতক্ষীরা-৩ আসনের স্বাধীনতা বিরোধী শক্তিদের কাছে এবিএম মোস্তাকিম একজন মূর্তিমান আতঙ্ক। কারণ তার সুদক্ষ নেতৃত্ব এবং সাংগঠনিক কর্মদক্ষতা ও সাহসী ভূমিকার জন্য বিএনপি-জামাত এলাকায় সুসংগঠিত হয়ে সরকার বিরোধী কোন সন্ত্রাসী কর্মকা- চালাতে পারে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে নতুন প্রজন্ম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে এবং সাতক্ষীরা-৩ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সাতক্ষীরা-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী এবিএম মোস্তাকিমের সাথে কথা হলে তিনি বলেন, আমি তিন বারের উপজেলা চেয়ারম্যান। দীর্ঘদিন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ মানুষের সাথে পরিবারের মানুষ হিসেবে মিশে থাকি। সাধারণ জনগণই আমার শক্তি। ২০০৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনি উপজেলাকে নিয়ে সাতক্ষীরা-৩ আসন গঠিত ছিল। তখন শেখ হাসিনা সাতক্ষীরা-৩ আসনে আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু বিএনপি জামাতের ষড়যন্ত্রের কারণে নির্বাচন বানচাল হয়ে যায়। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে ষড়যন্ত্র করে আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেন। তখন আমি আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ করে রাজপথে থেকে শেখ হাসিনার মুক্তির আন্দোলন গড়ে তুলি। যার ফলে তথাকথিত সেনা সমর্থিত সরকার আমাকে গ্রেপ্তার করেন। আমরা নদী ভাঙন কবলিত উপকূলীয় এলাকার মানুষ। নদী ভাঙন থেকে শুরু করে যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমি নিজস্ব অর্থায়নে বাঁধ নির্মাণ থেকে শুরু করে মানুষের খাদ্য ও বস্ত্র সহায়তা দিয়ে আসছি। আমি দলকে সু-সংগঠিত করে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের তথ্য তুলে ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার একটাই লক্ষ্য সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সেই লক্ষ্যে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। রাজপথের একজন নেতা এবং সাধারণ মানুষের একজন সেবক হিসেবে আমি আশাবাদী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন। আমি যদি নৌকা প্রতীকের মনোনয়ন পাই তাহলে আমার বিশ্বাস সাতক্ষীরার-৩ আসনে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd