লিংকন আসলাম আশাশুনি প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহা নবমীতে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপু । সোমবার (২৩অক্টোবর) মোটরসাইকেল শোডাউন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের কাকড়াবুনিয়া , উওর ও দক্ষিণ পুইজ্বালা সার্বজনীন দূর্গা পূজা মন্দির সহ ৮টি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব।আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলেই নৌকার পক্ষে একযোগে কাজ করার আহ্বান জানান ।এসময় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু,যুবলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন লাকী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুকুল হোসেন সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য,ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সফর সঙ্গী ছিলেন।
Leave a Reply