আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ব্লকে সরিষা প্রদর্শনী ও সরিষা আবাদকারী চাষীদেরন মাঠ পরির্শন করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে রাজস্ব অর্থায়নে রবি মৌসুমে বারি সরিষা ৯, বারি সরিষা ১৪ ও বারি সরিষা ১৮ প্রদর্শণী ক্ষেতে সরিষা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রদর্শনী পরিদর্শন করেন। একই সাথে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন (জিবিকেএসপি) প্রকল্পের আওতায় বারি সরিষা ১৪ প্রদর্শণী পরিদর্শন করা হয়। অপরদিকে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় আমন ধানের শেষ পর্যায়ে রিলে ফসল হিসাবে বারি সরিষা ১৪ প্রদর্শণীও পরিদর্শণ করেন তিনি। এছাড়া প্রণোদনার আওতায় বুধহাটা মাঠে সরিষা আবাদকারী চাষীদের মাঠ পরিদর্শন করে পোকামাকড় দমনে পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
Leave a Reply