আশাশুনি ব্যুরোঃ বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন (বিডিএমএ) এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ ) দুপুর ১২ টায় তুফান কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেস্কিমকো ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় বিডিএমএ এর জেলা সভাপতি ডাঃ সাহিনুর আলম (সাহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা উপদেষ্টা ডাঃ এ কে এম মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন, ডাঃ তোজাম্মেল হোসেন, ডাঃ তপন কুমার বিশ্বাস, ডাঃ খায়রুল হাসান মুকুল, ডাঃ মাসুদ পারভেজ, ডাঃ গিয়াস উদ্দিন। জেলা সাধারণ সম্পাদক ডাঃ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ডাঃ জিএম সাইফুল্লাহ, ডাঃ মোনতেজ উদ্দিন, ডাঃ প্রভাকর মজুমদার, ডাঃ আলিফ রহমান, ডাঃ আঃ আজিজ, ডাঃ শংকর কুমার পাল, ডাঃ সুব্রত কুমার দে, ডাঃ নুরুন নাহার মনি প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে সাইন্টিফিক সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে “গ্যাস্ট্রিস” বিষয়ক আলোচনা উপস্থাপন করেন, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডাঃ তাঞ্জিমুল ইসলাম সৈকত, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার নাসির উদ্দিন প্রমূখ।
Leave a Reply