আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি সরকারি কলেজে একাদশ, ডিগ্রী ১ম বর্ষ ও অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের বর্নাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীবকে মরিচ্চাপ ব্রিজ থেকে কলেজের শিক্ষকমন্ডলী স্বাগত জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে কলেজ ক্যাম্পাসে নিয়ে আসেন। এরপর কলেজের বিএনসিসি’র একটি চৌকশ দল ক্যাপ্টেন এছাহাক আলীর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন। নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে অতিথিবর্গকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার পর নবাগত শিক্ষার্থীদেরকে ফুলের কড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। প্রভাষক জাকির হোসেন ভুট্ট, প্রভাষক শিরিন বাজার যুথি, প্রভাষক মিজানুর রহমান ও প্রভাষক বাকী বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দিপারানী সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। অন্যদের মধ্যে প্রভাষক সজল কুমার আঢ্য, নবাগত শিক্ষার্থী মহুয়া ও মায়মুনা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কলেজের ও আমন্ত্রিত শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত, নৃত্যসহ বিভিন্ন পারফরমেন্স উপস্থাপন করা হয়। সম্প্রচারের দায়িত্ব ছিলেন প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স, প্রভাষক মোকলেছুর রহমান ও প্রভাষক আক্রামুজ্জামান।
Leave a Reply