1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে তৈরি হচ্ছে নকল ঘি বিক্রয় হচ্ছে মুদি ও মিষ্টির দোকানে!! - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?📰সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার📰আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল📰সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আশাশুনিতে তৈরি হচ্ছে নকল ঘি বিক্রয় হচ্ছে মুদি ও মিষ্টির দোকানে!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী প্রতিদিন বিপুল পরিমান নকল ও ভেজাল ঘি তৈরি করে বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে। আর নকল ঘি-তে ব্যবহার করা হচ্ছে সয়াবিন, ভেজিটেবল ফ্যাট, রাসায়নিক দ্রব্য ও কলার ফ্লেভার। নকল ঘি খাওয়ার ফলে জনসাধারণ ক্যান্সার, ডায়াবেটিস, কিডনী রোগসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। সংশ্লিষ্ট একাদিক সূত্র জানিয়েছে, আশাশুনির বুধহাটার শ্বেতপুর, কুল্যার কচুয়া, কাদাকাটি, দরগাপুরের, শ্রীধরপুর, শোভনালী, আশাশুনি, বড়দলের গোয়ালডাঙ্গা, শ্রীউলার নাকতাড়া, খাজরার কাপসান্ডা, গদাইপুর, আনুলিয়া, প্রতাপনগর, ফিংড়ীর হাবাসপুর, পার্শ্ববর্তী বাঁকা, কাঠিপাড়ার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে নকল ঘি তৈরির কারখানা। এ সকল কারখানায় উৎপাদিত ঘিয়ের কৌটায় নামী-দামী কোম্পানির লেবেল লাগিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করা হচ্ছে। জানা গেছে, এসব এলাকার দুধ ও ঘি ব্যবসায়ীরা এক মণ দুধ থেকে আট কেজি ছানা ও তিন কেজি ননী তৈরি করেন।
তিন কেজি ননী জ্বালিয়ে দেড় কেজি খাঁটি ঘি তৈরি করেন। অথচ অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লোভের আশায় খাঁটি ঘিয়ের সাথে নানা উপকরণ মিশিয়ে ভেজাল ঘি-কে খাঁটি ঘি হিসেবে বাজারজাত করছে। এই ঘি কিনে ক্রেতা সাধারণ শুধু আর্থিক ক্ষতির শিকারই হচ্ছেন না, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন। জানা গেছে, সয়াবিন তেলের সাথে ১০ কেজি খাঁটি ঘি, পাঁচ কেজি গোল আলুর পেস্ট, দুই কেজি ভেজিটেবল ফ্যাট ও কলার ফ্লেভার ভালোভাবে মিশিয়ে নকল ঘি তৈরি করা হচ্ছে। ক্রেতাদের দেখে বোঝার উপায় থাকে না এটা নকল কি আসল। ভেজাল ও নকল ঘি বাহ্যিকভাবে দেখে চেনার উপায় থাকে না। প্রতি কেজি নকল ঘি তৈরিতে ব্যয় হয় ২০০ থেকে ২৫০ টাকা।
আর বাজারে ও ক্রেতা সাধারণের কাজে বিক্রয় করছে ১০০০ থেকে ১৫০০টাকা কেজি দরে। ফলে ভেজাল ঘি এর ব্যবসা করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে। এ দিকে ভোক্তারা এই ভেজাল ঘি খেয়ে নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে। পুষ্টি বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞরা জানান, খাঁটি ঘিয়ের গলনাংক থাকে ২৮ ডিগ্রী সেন্টিগ্রেড। এর কম তাপ মাত্রায় জমাট না বাঁধলে বুঝতে হবে এতে ভেজাল রয়েছে। ২৮ ডিগ্রী সেন্টিগ্রেড বেশি তাপমাত্রায় ঘি জমে না। আসল ঘিয়ে পানি থাকবে শূন্য দশমিক একভাগ। ভোজ্য তেলের গন্ধ হয় তেঁতো এবং ঘিয়ের গন্ধ হবে চমৎকার। অপর দিকে ভেজাল ঘি খাওয়া মানে বিষ খাওয়া। ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট এ্যাটাক, চোখের অসুখ বেড়ে যাবে বলে মন্তব্য করেন মেডিসিন বিশেষজ্ঞরা। এসব ভেজালের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে এর পরিণাম ভয়াবহ হবে বলে সচেতন মহল মন্তব্য করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd