নিজস্ব প্রতিনিধি: “হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সভা কক্ষে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের আয়োজনে মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সঞ্জয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা।
বিশ্ব হার্ট দিবসের সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস ও মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনস্যালটেন্ট ডা. সুমন কুমার দাস। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply