তুহিন হোসেন: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
উপসর্গে মৃত্যুরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আলী আকবরের স্ত্রী সুপিয়া খাতুন (৬৫), শ্যামনগর উপজেলার জয়নগর গ্রামের আব্দুর জব্বারের ছেলে আনিছুজ্জামান (৫৪), ও আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত ছাবিত গাজীর ছেলে রুহুল আমিন (৬৫), জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬০৬ জন। এছাড়াও এ পর্যন্ত ৬ হাজার ৩৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮৩ জন।
Leave a Reply