শেখ আব্দুর সালাম শ্যামনগর থেকে:
১৫ ই আগস্ট বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে নিহত হয় ভয়াল কালো রাত্রে। সেই উপলক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং উপজেলা প্রশাসন ও উপজেলা প্রেসক্লাব কে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি, কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধ নিমিত ভাবে উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি,শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস, প্রভাষক ওলিউর রহমান,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবির,সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট শেখ নুরুজ্জামান টুটুল,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ,কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস সহ যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তৃতায় ১৫ ই আগস্ট এর কালো ইতিহাস তুলে ধরেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল খালেক দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুবনেতা স ম আব্দুর সাত্তার।
Leave a Reply