স্টাফ রিপোর্টার: ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভূট্রা, সূর্যমূখী ও শীতকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যশোরের শার্শায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টার সময় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি অধিদপ্তরের আয়োজনে ২ হাজার ৩শ জন প্রান্তিক চাষির মাঝে এই প্রণোদনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানা অফিসার ইনচার্জ বদরুল আলম খান, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সরকার প্রদত্ত উন্নত মানের চাষ উপযোগী সার বীজ সহ বিভিন্ন প্রণোদনা তুলে দেন অতিথিরা।
Leave a Reply