নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরের মুন্সীগঞ্জের আকাশলীনার নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এ সময়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, সাবেক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান বিভাগীয় কমিশনার (এনডিস) জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম, জেলা প্রশাসক হুমায়ুন কবির ৷ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্ল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুল ইসলাম সহ আরও অনেকে ৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম আকাশলীনা টুরিজমে রেষ্ট হাউসের নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তরস্থাপনের উদ্বোধনের পর শ্যামনগর উপজেলা মসজিদের খতিব মুফতি আব্দুল খালেক দোয়া অনুষ্ঠান সম্পন্ন করেন ৷
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে পর্যাটন শিল্পের উন্নয়নের জন্য রাস্তাঘাট সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখেছেন ৷ এই সরকার জনগণের সরকার এবং পর্যটনকে উন্নয়নের জন্য এসব কাজের পরিকল্পনা বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন ৷ তিনি আরও বলেন, সুন্দরবনের যাতে সহজে মানুষ আসতে পারে, দেখতে পারে, পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, প্রকৃতিকে ঠিক রেখে একটি পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ার চেষ্টা করছে সরকার ৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ভিত্তিপ্রস্তরস্থাপনের উদ্বোধনের পর মধ্যন্নভোজনের শেষে সুন্দরবন পরিদর্শন করে খুলনার উদ্দেশ্য রওনা দেন ৷
Leave a Reply