নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলাবদ্ধ ও পানিবন্দী অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে ও ব্রহ্মরাজপুর এলাকায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জিআর চাল বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন, ইউপি সদস্য নুর ইসলাম মগরেব, ইউপি সদস্য লিলি প্রমুখ। ব্রহ্মরাজপুর ইউনিয়নের জলাবদ্ধ ও পানিবন্দী ১০০ অসহায় পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত জিআর চাল বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলায় ১৫ মেঃ টন জিআর চাল বিতরণ করা হবে।
Leave a Reply