নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে বিস্তার করেছে। করোনা পরিস্থিতি প্রতিরোধ প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের ভ‚মিকা অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় ৫ম দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ জুলাই) সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকায় অসহায় কর্মহীন সাধারণ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছে ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠন। ৩ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট তুলে দেন সংুওগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শেখ নুরুল হক, আইনুল ইসলাম নান্টা, শেখ আব্দুস সেলিম, সিরাজুল ইসলাম, কাজী আক্তার হোসেন, মোসফিকুর রহমান মিল্টন, ছিদ্দিকুর রহমান বাবু, আক্তারুজ্জামান কাজল, কাজী ইকবাল হাসান, কাজী ফারুক হাসান, জাহাঙ্গীর হাসান খোকন, কাজী কবিরুল হাসান বাদশা, কর্ণেল বাবু, জিএম মিজান, শহিদুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে লকডাউন এর জন্য কর্মহীন অসহায় পরিবারে মাঝে ৫ম দিনের মতো রান্না করা খাদ্য নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ‘আমরা পি.এন হাইস্কুলের ছাত্ররা’ সংগঠনটি।
Leave a Reply