নিজস্ব প্রতিনিধি: ‘মাদক মুক্ত সমাজ গড়ি, জীবনকে ধন্য করি’- শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াতে এবারও অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সাইকেল র্যালী। পারুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলার পুষ্পকাটি থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর এবং নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে ফের পারুলিয়াতে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল র্যালিটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, আ.লীগ নেতা হাজী রফিকুল ইসলাম, কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী প্রাননাথ দাশ, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ প্রমুখ। মাদক বিরোধী এ সাইকেল র্যালিটিতে প্রায় ৫ শত সাইক্লিষ্ট স্বতষ্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
Leave a Reply