দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী শিশুর অভিভাবকদের শিশু ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার দুইদিন ব্যাপী প্রশিক্ষন ডিআরআরএ’র আয়োজনে লিলিয়ানা ফন্ডস এর সহযোগীতায় হাদিপুর কেন্দ্রে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন দেন ফিজিও থেরাপিস্ট ফাতেমা তুজ জোহরা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআর আরএ’র এডিএম (ফিনান্স) তরুন কুমার সরদার, ইনকুলেশন ম্যানেজার নিলোৎপল মন্ডল, পিটিএ প্রতাব কুমার পাল ও রুহুল আমিন, এসএনটি লিপিকা মন্ডল।
মোট ১৫ জন অভিভাবককে ২দিন প্রতিবন্ধী শিশু ব্যবস্থাপনার উপর প্রশিক্ষন দেওয়া হয়। শিশু ব্যবস্থাপনা ও প্রতিবন্ধী শিশুদের প্রতি করণীয় বিষয়ে বাস্তব প্রশিক্ষন প্রদান করেন প্রশিক্ষক।
Leave a Reply