কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় এনসিসি ব্যাংকের উদ্যোগে করোনা চিকিৎসার্থে ইউএনওর নিকট চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে এনসিসি ব্যাংক পারুলিয়া দেবহাটা শাখার শাখা ব্যবস্থাপক এসএম তৌহিদুল আলম ও ডেপুটি শাখা ব্যবস্থাপক মোকছেদুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ে উপস্থিত হয়ে এই চেক হস্তান্তর করেন। ব্যাংকের সিএসআর ফান্ডের অংশ হিসেবে দেবহাটা উপজেলাব্যাপী করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্ধে এই অর্থ প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এই মহামারীতে এনসিসি ব্যাংকের এমন উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply