জহর হাসান সাগর: আগত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা তেতুঁলিয়ার সুকদেবপুর জাতীয় নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় জাতীয় সেচ্ছাসেবক পার্টির ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর শেখের আয়োজনে সুকদেবপুর গ্রামে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি,উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
জাপা নেতা আব্দুস সবুর শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন,তালা সদরের ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল আহাদ সরদার, তেতুঁলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ নজরুল ইসলাম,তেতুঁলিয়া ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি কাজী আসাদ,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,তেতুঁলিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ ফয়সাল হোসেন,জাতীয় শ্রমিক পার্টির নেতা কাজী রেজা,মোঃ খোকন সরদার প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান প্রার্থী বলেন, পল্লীবন্ধু এ দেশের মানুষের কল্যানে জুলুম নির্যাতন হয়রানি, সরকারি কর্মকর্তা কর্মচারিদের হাত থেকে হয়রানি বন্ধে উপজেলা পদ্ধতি চালু করেন। তিনি আরও বলেন, সুশাসন উন্নয়ন ও মানুষের অধিকার ফিরে পেতে জাতীয় সংসদ নির্বাচনে জননেতা সৈয়দ দিদার বখত্ কে সংসদ সদস্য ও সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহব্বান জানান।
Leave a Reply