ন্যাশনাল ডেস্ক: নগরকান্দা উপজেলা সদরে এক তরুণীকে অশ্লীল প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলায় দুখু মোল্লা (৩২) নামের এক যুবককে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত যুবকের বাড়ী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামে। তিনি গঞ্জর আলী মোল্লার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে দুখু মোল্লার দোকানের সামনে দিয়ে যাওয়া কয়েকটি মেয়েকে উদ্দেশ্য করে ইভটিজিং করতে থাকে। একপর্যায়ে তরুণীকে উদ্দেশ্য করে সে কু-প্রস্তাব দেয়। বিষয়টি নিয়ে তরুণী পুলিশের কাছে অভিযোগ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে দুখুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সাথে কথা বলে ইভটিজিংয়ের সত্যতা পাওয়ায় দুখু মোল্লাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, সাজাপ্রাপ্ত দুখু মিয়াকে থানা পুলিশের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, স্থানীয়রা জানান, দুখু মোল্লা সবসময়ই মেয়েদের ইভটিজিং করতো। এ নিয়ে একাধিকবার তাকে নিষেধ করলেও সে কারো কথাই শুনতো না।
Leave a Reply