1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরা-৩ আসন  ডাঃ মোঃ শহিদুল আলম এর নমিনেশনের জন্য কালো পাতাকা মিছিল!!📰শ্যামনগরে শিক্ষকের পিটুনিতে হাসপাতালে স্কুল ছাত্রী📰সুফিয়া খাতুন নামের একটি মহিলা নিখোঁজ📰ধর্ম অবমাননা, দেবহাটার পুষ্পকাটিতে উত্তেজনা সৃষ্টি📰সাতক্ষীরার নারীলোভী, মাদকাসক্ত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও📰পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন📰সাতক্ষীরায় আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য📰পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা📰শক্তিশালী বৃষ্টিবলয়: সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা📰আশাশুনি উপজেলা তাঁতী দলের আহ্বায়ক বাদশার সুস্থতা কামনা

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১১৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় পুুলিশি তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। মাদক ও সামাজিক অন্যায় প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবারের জন্য অভিশাপ। খুলনা জেলায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে হবে। মেধাবী ও শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরাই পুলিশে নিয়োগ পাবে।
সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, গত আট দিনে খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যক্তির মৃত্যু হয়নি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। জেলায় এপর্যন্ত ১১ লাখ সাত হাজার সাতশত ৪৬ জন করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় দুই লাখ ৫০ হাজার জন টিকার জন্য অপেক্ষমান আছেন। জেলায় টিকার সংকট নেই এবং টিকা দেওয়ার গতি বৃদ্ধি করা হয়েছে।
সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার সভায় জানান, বাজারে মসুর ডাল, পেঁয়াজ ও ডিমের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। চাল ও ভোজ্য তেলের দাম আগে থেকেই বেশি ছিলো। সাধারণ মানুষের জন্য টিসিবি বাজারদর থেকে কম দামে পন্য বিক্রি করছে। এর সুষ্ঠু ব্যবস্থাপনায় আরো নজরদারী করা প্রয়োজন।
এসময় র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ অক্টোবর র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন খুলনা সফর করবেন। সফরকালে তিনি নগরীর তিনটি পূজামন্ডল পরিদর্শন করবেন।
কোস্টগার্ডের চীফ পেটি অফিসার দীপন ভৌমিক জানান, ১২টি স্টেশন আউটপুটের মাধ্যমে ইলিশ সংরক্ষণে অভিযান চলমান রয়েছে। দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন স্থানে কোস্টগার্ডের স্পিডবোটের টহল থাকবে।
জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, সময়ের সাথে অপরাধের ধরণ পরিবর্তন হচ্ছে। দেশে মাদক এবং নারী-শিশু নির্যাতন বিষয়ে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ও মাদকের অপব্যবহার যুবসমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আসন্ন দুর্গাপূজা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধানের ওপর জোর দিতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত সেপ্টেম্বর মাসে ১৭৩ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত আগস্ট মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে আটটি বেশি। খুলনা মহানগরী অধিক্ষেত্রে সেপ্টেম্বর মাসে একশত ৪৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলা হতে ২৪টি কম। জেলার গ্রাম আদালতসমূহে সেপ্টেম্বর মাসে ৮২টি মামলা দায়ের ও ৭৫টি মামলা নিষ্পন্ন হয়েছে।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

সম্পাদক ও প্রকাশক:

সিনিয়র নির্বাহী সম্পাদক :

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd