সীমান্ত(কলারোয়া)প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে আগামী ১৫ আগস্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ঐ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জব্বার, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ুন কবির, সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র জেলা সমন্বয়কারী সাংবাদিক শফিকুর রহমান, ওয়ার্ড আ’লীগের সভাপতি আলীম হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান, স্থানীয় সমাজ সেবক মুন্তাজ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, মোঃ আজিজুল ইসলাম ,ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর প্রেরিত নির্দেশনা মোতাবেক জাতীয় শোক দিবস উদযাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
Leave a Reply