শিমুল হোসেন/আব্দুল কাদের: বাংলাদেশ পুলিশের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ প্রতিটি থানায় স্থাপিত নারী-শিশু বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধনের অংশ হিসাবে (১০ এপ্রিল) রবিবার সকাল ১০ টায় টেলিকনফারেন্স মাধ্যমে কালিগঞ্জ থানায় নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন উপজেলা, রিপোটার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওসার তুহিন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম প্রমুখ। নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সকল থানায় পুলিশের মানবিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে নারী শিশু ও বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস করা হয়েছে।
Leave a Reply