আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা ট্যাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৬এপ্রিল বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। প্রশিক্ষণে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবাহান, প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান, মেডিকেল অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম,আকরাম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাঈমুল ইসলাম নাঈম, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজাউল ইসলাম কাগুচী প্রমূখ। প্রশিক্ষণে সরকারী কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা ট্যাক্সফোর্স কমিটির সদস্যরা অংশগ্রহন করেন। জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে পাবলিক প্রেসে ধুমপান নিষিদ্ধ সহ জরিমানা ও তামাক এর ক্ষতিকারক দিক ও এর কূফল তুলে ধরে এই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়।
Leave a Reply